
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও পরিচয় পর্বের শুরুতে নবাগত ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথীকে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক আজকের বাংলার সাংবাদিক মো: পলাশ ইসলাম, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল্লাহ, রাকিব ও আরিফুল সহ ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী বলেন, সকলের সহযোগীতা নিয়ে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এগিয়ে নেওয়া যাবে বলে মন্তব্য করেন। সেই সাথে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে বলেন। দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ইউএনও তার বক্তব্যে বলেন, সকলের সহযোগীতা নিয়ে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এগিয়ে নেওয়া যাবে বলে মন্তব্য করেন। একই সাথে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।